যশোর জেলা প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর যৌথ স্বাক্ষরে আজাদ রহমান আকাশ কে বাংলাদেশ ছাত্রলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন দেন।
আজাদ রহমান আকাশ যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৭ নং ওয়ার্ডের গাজীপুর গ্রামের মোঃ মতিয়ার রহমান বাবুলের ছেলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ছাত্র আকাশ ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদ(কপোতাক্ষ) এর বর্তমান উপদেষ্টা। তিনি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও বেনাপোল কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর নিবাসী মতিয়ার রহমান বাবুলের একমাত্র সন্তান আকাশ। আকাশের পিতা মতিয়ার রহমান বাবুল বর্তমানে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) বেনাপোল পৌর শাখার বিদ্যুৎ ও খনিজ বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।