কাতার সশস্ত্র বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে ১৮টি অ্যারাবিয়ান ঘোড়া উপহার দিয়েছে। একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী কাতার সশস্ত্র বাহিনীকে শুভেচ্ছা উপহার হিসেবে ১০টি চিত্রা হরিণ উপহার দেয়। সোমবার (৮ আগস্ট) ঢাকাস্থ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই অনাড়ম্বর শুভেচ্ছা উপহার বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর- আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের পক্ষে সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল খালেদ-আল-মামুন ঘোড়াগুলো গ্রহণ করেন। কাতার সশস্ত্র বাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আজিজ আল সুলাইতি চিত্রা হরিণগুলো উপহার হিসেবে গ্রহণ করেন। উপহার বিনিময় অনুষ্ঠানের সময় উভয়পক্ষের সামরিক কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কাতার সশস্ত্র বাহিনীর পাঠানো ঘোড়াগুলি একটি বিশেষ বিমানযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল সাড়ে পাঁচটায় অবতরণ করে।
কাতার সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর এই উপহার বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে যা অন্যান্য পেশাগত ক্ষেত্রে উভয় দেশের ভবিষ্যৎ যোগাযোগকে আরও নিবিড় ও সুদৃঢ় করবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।