নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পবিত্র রমজান উপলক্ষে ও মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ২ শতাধিক প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) দুবাইয়ের বিভিন্ন এলাকায় বাংলাদেশি প্রবাসীদের মাঝে চাল, ডাল, তেল,লবন, পেঁয়াজ, আলু ও মুড়ি উপহার হিসেবে প্রদান করা হয়।
উপহার প্রদান কালে উপস্থিত ছিলেন বাংলা এক্সপ্রেস এর সহ-সম্পাদক ও এনটিভির আমিরাত প্রতিনিধি মামুনুর রশীদ, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সহ-সম্পাদক ও বাংলা এক্সপ্রেস এর শারজাহ প্রতিনিধি এস,এম,মোদাচ্ছের শাহ, বাংলা এক্সপ্রেস এর বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল শাহীন ও বাংলা এক্সপ্রেস টিমের সদস্য মিজানুর রহমান।
এদিকে বাংলা এক্সপ্রেসের ১৯ সদস্যের টিম মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ের প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছে। তারা বাংলাদেশি প্রবাসীদের স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে।