এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় আবারো ভয়াবহ এক অগ্নিকান্ডে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং একই পরিবারের দুই শিশু আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে। অগ্নিকান্ডের এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারে চলছে শোকের মাতম।
৭ ফেব্রুয়ারী’২২ ইং দিবাগত রাত সাড়ে ৯ টার সময় উপজেলার সরল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম কাহারঘোনা গ্রামের আব্দুস ছমদ মাঝির বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের এ ঘটনা সংঘঠিত হয়। মাঘের কনকনে শীতে পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে সবাই যখন ভারী কম্বল কাঁথার উষ্ণতায় আরামের ঘুমের জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনিই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের লেলিহান শিখা আব্দুস ছমদ মাঝি বাড়ির সিরাজুল ইসলামের পূত্র মোহাম্মদ ইদ্রিসের বাড়িটিকে মুহুর্তেই গ্রাস করে ভস্মিভূত ছাইয়ে পরিনত করে দিল, একিই সাথে সে অাগুনের লেলিহান শিখায় পুড়ে অঙ্গার হয়ে গেল ইদ্রিসের স্কুল পড়ুয়া সন্তান মুহাম্মদ মিনহাজ (১২) এবং আড়াই বছরের এক কন্যা শিশু। আগুনে পুড়ে কলিজার ধন দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যু দেখে হতবিহ্বল মা-বাবা শোকে পাথর হয়ে গেছে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রাতের আঁধারে দুর দুরান্ত থেকে ছুটে আসা স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঘরের ভিতরে থাকা ইদ্রিসের এক ছেলে ও এক কন্যা শিশু আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার অগ্নিকান্ড ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। ততক্ষণে বসতঘর সহ ইদ্রিসের এক ছেলে ও এক কন্যা শিশু মর্মান্তিকভাবে পুড়ে অঙ্গার হয়ে যায়, এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও শোকাবহ বলে উল্লেখ করেন তিনি।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা মাঘের কনকনে শীতে খোলা আকাশের নিচে বসবাস করছে বলে জানা গেছে।