সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা গ্রহণ করলেন ভারতের সিনেমা জগতের তারকা সঞ্জয় দত্ত।
আজ বুধবার (২৬মে) জিডিআরএফের ডিরেক্টর মেজর জেনারেল মোহাম্মদ আহমদ আল মাররির কাছ থেকে ভিসা গ্রহণ করেন। ভারতের কোন ফিল্ম স্টার এই প্রথম আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন।
গত বছর থেকে সংযুক্ত আরব আমিরাত যোগ্যদের মধ্যে বড় বিনিয়োগকারী, মেধাবী, চিকিৎসক, প্রকৌশলী এবং শিল্পীদের গোল্ডেন ভিসা দেওয়া চালু করে। গোল্ডেন ভিসার লোকেরা এবং তাদের পরিবার দ্বৈত জাতীয়তা রাখতে পারবে।
তব্র কোন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী বা নিম্ন-আয়ের শ্রমিকদের এই কঠোর মানদণ্ড পূরণের সম্ভাবনা নেই বললেই চলে।
Drop your comments: