বাসুদেব বিশ্বাস,বান্দরবান:বান্দরবানে বীর বাহাদুর রেড ক্রিসেন্ট মেটারনেটি হাসপাতাল ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
১০ নভেম্বর (শুক্রবার) বিকালে বান্দরবান সদর উপজেলার রেইছা লম্বা রাস্তা এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫ কোটি টাকা ব্যয়ে এই হাসপাতাল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট এর সভাপতি ক্য শৈ হ্লা, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৬০ লক্ষ টাকা ব্যয়ে দারুল উলুম ইসলামিয়া হেফজ ও এতিমখানায় মাদ্রাসা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে সুয়ালক এলাকায় ৬৫ লক্ষ টাকা ব্যয়ে আমতলী মারমা পাড়ায় ধর্ম দেশনা ধর নির্মাণ, ৫০ লক্ষ টাকা ব্যয়ে সুয়ালক প্রান্তিক লেক শাক্যমিত্র অরণ্য বৌদ্ধ বিহার অনাথ আশ্রয় ও বিদর্শন ভাবনা কেন্দ্র নির্মাণ, ২৫ লক্ষ টাকা ব্যয়ে কাইচতলী যুব উন্নয়ন সমিতির অফিস ভবন এর শুভ উদ্বোধন এবং ৭০ লক্ষ টাকা ব্যয়ে সুয়ালক আমতলী তংচংগ্যা পাড়া বৌদ্ধ বিহারের আনুভূমিক সম্প্রসারণ এর ভিত্তি প্রস্তর, ২৫ লক্ষ টাকা ব্যয়ে সুয়ালক বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার নির্মাণ এর ভিত্তি প্রস্তর, ৫৫ লক্ষ টাকা ব্যয়ে কদুখোলা জামে মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করে মন্ত্রী।
ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে সুয়ালক কাইচতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক মতবিনিময় সভায় যোগদান করেন মন্ত্রী। এসময় মন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকার পার্বত্য এলাকায় উন্নয়নে অত্যন্ত আন্তরিক। যার কারণে বর্তমান সরকারের আমলে পাহাড়ে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থাসহ সর্ব ক্ষেত্রে আমুল পরিবর্তন হয়েছে। এসময় তিনি আরও বলেন, এ উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য আগামীতেও নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য এলাকাবাসীদের নিকট আহ্বান জানান।