বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আজ সকাল ৯ টার দিকে তিনি রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় মারা যান। এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বরেণ্য এই অভিনেতাকে দাফন করা হবে জুরাইন কবরস্থানে।
এটিএম শামসুজ্জামানের ছোট ভাই রতন জামান জানান, আজ বাদ জোহর এটিএম শামসুজ্জামানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। রক্তে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত বুধবার সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিলো।
কিন্তু হাসপাতালে থাকতে না চাওয়ায় শুক্রবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়।
Drop your comments: