
মোঃ মাসুদ সরদার বরিশাল জেলা প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে ৫০তম উপজেলা পর্যায়ে জাতীয় শীতকালীন ক্রীড়া ও খেলাধুলা প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে সোমবার সকালে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় শীতকালীন ক্রীড়া ও খেলাধুলা প্রতিযোগীতা উদ্ধোধনী অনুষ্টান উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জি, গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ বেল্লাল হোসেন, উপ-পরিদর্শক মোঃ সহিদুল ইসলাম, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়ার সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, সহ অন্যান্যরা। বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।