বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন আজ শুক্রবার বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) নেতাকর্মীদের ভিড় ছিল। তাঁরা মাঠেই পৃথক দুটি জামাতে জুমার নামাজ আদায় করেছেন।
নামাজে অংশ নেওয়া ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বিএনপি নেতা মো. স্বপন সিকদার বলেন, ‘আমি ভোলার দৌলতখান থেকে এসেছি। নেতাকর্মীদের নিয়ে মাঠে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছি।’ তিনি বলেন, ‘ভোলা থেকে আসতে ভেদুরিয়া ঘাটে আমাদের অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা স্পিড বোটে ওঠার পর আমাদের দিকে লাঠি ছুড়ে মারা হয়েছে। ঘাট দিয়ে নৌকা, ট্রলার, লঞ্চ কিছুই ছাড়তে দেয়নি। খুব কষ্ট করে এই পর্যন্ত আসতে পেরেছি।’
গৌরনদীর মাহিলারা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক সজল বলেন, ‘একসঙ্গে অনেক মানুষ নামাজ আদায় করতে দেখে ভালো লেগেছে। নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামাজ আদায় করেছে।’
বরগুনা জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রনি আহমেদ নাসির বলেন, ‘প্রখর রোদে গরমে কষ্ট হলেও একসঙ্গে অনেকে নামাজ আদায় করতে পেরে ভালো লাগছে। গণপরিবহন বন্ধ থাকায় সমাবেশ স্থলে আসতে অনেক বাধা বিপত্তি পার হতে হয়েছে। তবে, সমাবেশে যে পরিমাণ লোকজন অংশ নিয়েছে, তা দেখে সব কষ্ট বিলীন হয়ে গেছে।’