এম আই সুমন,ইবি প্রতিনিধিঃ বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাতক্ষিরা জেলা ছাত্রকল্যাণ সমিতি ।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বন্যার্তদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করে ঐতিহ্যবাহী সংগঠনটি ।
জানা যায় ,সাতক্ষিরায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে সৃষ্ট বন্যায় ক্ষতির সম্মুখীন মানবেতর জীবনযাপনকারী বানভাসিদের পাশে এ সহায়তা প্রদান করা হয় ।
সংশ্লিষ্ট সূত্রমতে , সাতক্ষীরা জেলার দক্ষিণাংশে অধিকাংশ এলাকায় ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী সময়ে বন্যায় দুর্বিসহ জীবনযাপন করছে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী । সব কিছু থেকেও আজ তারা অসহায় । বন্যার প্রভাবে অঞ্চলটির ঘর-বাড়ি , রাস্তা-ঘাট , ক্ষেত-খামার , ব্যবসা প্রতিষ্ঠান , শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসানালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে । এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ ছাত্রসংগঠন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি ।
সেইসাথে জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি সাতক্ষীরার বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ১৫ জনকে আর্থিক সহায়তাও করা হয়েছে বলে জানা যায় ।
খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এস এম সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক আবুজার গিফারী ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান , যুগ্ম সাধারণ সম্পাদক জি এম শাহী রেজা , মোঃ মিকাইল হোসেন , সাংগঠনিক সম্পাদক তারিক সাইমুম, কোষাধ্যক্ষ ত্বরিক উজ্জামান , সাংস্কৃতিক সম্পাদক আবু সোহান , বির্তক ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল এবং সহকারী হল সমন্বায়ক আহসানুর রহমান (আসিফ) ।
উল্লেখ্য , ১৯৯৩ সালে ইবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি প্রতিষ্ঠা লাভ করে । সংগঠনটি সাতক্ষীরার কৃতি সন্তান শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত । প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন সময়ে দুর্যোগ , জলোচ্ছ্বাস , বন্যা এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে ।