বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার রানির হাট মোড়ে সিএনজিচালিত অটোরিকশাকে হানিফ পরিবহণের একটি কোচ চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং একজন আহত হয়। আজ বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, বিকেল ৫টা ৪৫ মিনিটে শেরপুর হতে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা মির্জাপুর এলাকার রানিরহাটে পৌঁছালে সেখানে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহণের একটি কোচ চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয় এবং একজন আহত হয়। এ সময় বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
Drop your comments: