বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ ।
বুধবার (১৯ মে) বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন সাংবাদিকদের জানান, এমপি সাহেবের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালীন সময়ে জামায়াত-বিএনপির মদদে অর্তকিত হামলা চালায় কিছু লোকজন।
এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জানান, আমার ব্যাক্তিগত অফিসে কিছু নেতাকর্মী নিয়ে মত বিনিময় করাকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক এর নেতৃত্বে কয়েক জন লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে মারপিট করেছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে উভয় পক্ষের লোকজনদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।