বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। নির্বাচনে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
মো. আলমগীর বলেন, ‘যশোরে ভোটার উপস্থিতি বেশি ছিল। বগুড়ায় কিছুটা কম হয়েছে। তবে ভোট পড়ার হার নিয়ে এখনই কিছু বলা সম্ভব না। গণনা চলছে।’
তিনি বলেন, ‘ভোটাররা সবাই স্বাস্থ্যবিধি মেনেই ভোট দিয়েছেন। কোনও অসুবিধা হয়নি। এছাড়া কোনও সহিংস ঘটনাও ঘটেনি।’
এই দুই আসনেই ভোটগ্রহণের কথা ছিল গত ২৯ মার্চ। কিন্তু করোনার কারণে ভোটের এক সপ্তাহ আগে ২১ মার্চ নির্বাচন স্থগিত করা হয়। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা হিসাবে ১৮০ দিন সময় শেষ হয়ে আসায় করোনার মধ্যেই আবারও ভোটের সিদ্ধান্ত নেয় ইসি। তবে করোনার মধ্যে ভোট করায় নির্বাচন বর্জন করেছে বিএনপি।
Drop your comments: