আজিজুর রহমান দুলালঃ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় উলামা- মাসায়েখ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানগণ এর উদ্যোগে বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর সকাল ৯ টা থেকে আলফাডাঙ্গা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়। এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সকাল ১০টার আগেই ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং ফিলিস্তিনের উপর দখলদার ইসরাঈলী সন্ত্রাসী বাহিনীর বর্বোরচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং মুসলমানদের
প্রথম ক্বেবলা ” মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস” রক্ষার দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অনেকের হাতে আবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এবং ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়। বিক্ষোভ মিছিলের শুরুর আগ মুহূর্তে পুরো এলাকাটি লোকে লোকারণ্য হয়ে যায়।
মিছিলে অনেককে ফিলিস্তিনির পতাকা হাতে দেখা গেছে। সমাবেশ থেকে অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে মাও আহসানুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পৌর সভার মেয়র আলী আকসাদ ঝন্টু, গোপালপুর মাদ্রাসার মুহতামিম আমিরুল ইসলাম,আমানুল্লাহ, আবু বক্কর, মাও শরাফুদ্দীন,মুফতি মুজাহিদ, যুবলীগের আহবায়ক, কামরুল ইসলাম, যুবলীগ নেতা কামরুজ্জামান কদরসহ অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন মাও তামিম আহমেদ।