গাজায় ফিলিস্তিনিদের সাগরে মাছ ধরা সোমবার থেকে বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী দেশ ইসরাইল।
সোমবার জারি করা এক আদেশে ইসরাইল বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজার কোনো ফিলিস্তিনি সমুদ্রে মাছ ধরতে যেতে পারবে না।ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজা থেকে ইসরাইলের অভ্যন্তরে রকেট নিক্ষেপ করায় এ পদক্ষেপ নিয়েছে তেলআবিব।
ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, রোববার গাজা থেকে তিনটি রকেট ছোড়া হয়। এর মধ্যে দুটি তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডেম প্রতিহত করেছে এবং বাকিটি গাজা সীমান্তেই বিস্ফোরিত হয়।
Drop your comments: