ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রয়েছে সৌদি আরব। তবে তা হতে হবে রিয়াদ প্রস্তাবিত ২০০২ সালের আরব শান্তি উদ্যোগের ওপর ভিত্তি করে। এমনটাই বলেছেন জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আব্দুল্লাহ আল-মোয়াল্লিম।
আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রিয়াদের ভাবনা তুলে ধরেন তিনি।
আল-মোয়াল্লিম বলেন, রিয়াদ আরব শান্তি উদ্যোগের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। যে প্রস্তাবে বলা হয়েছে, ১৯৬৭ সালে দখল করা আরব দেশগুলোর ভূমি ফিরিয়ে দেওয়া এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি মেনে নিলে বিনিময়ে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে। খবর আনাদোলুর।
Drop your comments: