![InShot_20230523_175120759](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/05/InShot_20230523_175120759.jpg)
আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত হলেন আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সেজুতি আলম
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ জেলা পর্যায়ে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত হয়েছেন, ফরিদপুরের আলফাডাঙ্গা আরিফুজ্জামান ( মডেল) সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সেজুতি আলম।
আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম বলেন, সেজুতি শুধু শ্রেষ্ঠ গার্লস গাইডই নয়, পড়াশোনায় ও সে খুব ভালো। আমরা তাকে নিয়ে খুব গর্ববোধ করি।
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইছাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এবং আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন এর জৌষ্ঠ কন্যা সেজুতি আলম।
সেজুতি আলম শ্রেষ্ঠত্ব অজর্ন করায় তার গর্বিত পিতা- মাতা সকলের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।