ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক কেজি গাঁজাসহ মহিদ শেখ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের মানিকদী এলাকা থেকে গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়।
তিনি ওই গ্রামের নয়ন শেখের ছেলে। ফরিদপুর সিআইডির পরিদর্শক এস এম আনোয়ার নাসিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ মহিদ শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Drop your comments: