![InShot_20230119_154652828](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/01/InShot_20230119_154652828.jpg)
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৬৪ কেজি গাঁজাসহ মাহিনুর বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই গৃহবধূকে আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।
আটক মাহিনুর ভাঙ্গার আলগী ইউনিয়নের তালকান্দা এলাকার আল-আমিন ভূঁইয়ার (৩৫) স্ত্রী।
সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, ভাঙ্গার আলগী ইউনিয়নের তালকান্দা এলাকার একটি চৌচালা টিনের বসতঘরে গাঁজা রাখা হয়েছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে সেখানে অভিযান চালায় ভাঙ্গা থানা পুলিশ।
এ সময় মাহিনুর বেগমকে আটক করে তার বসতঘরে তল্লাশি চালিয়ে প্লাস্টিক ও পাটের বস্তার ভেতর থেকে ৬৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
অন্যদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহিনুরের স্বামী আল-আমিন ভূঁইয়া ও শেরে ভূঁইয়া নামের অপর আরেক ব্যক্তি পালিয়ে যান। তবে তাদেরও আটকের চেষ্টা চলছে।
সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শেখ মো. আবদুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম, ডিবির ওসি মোহাম্মদ মামুনুর রশীদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।