আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করলেন ৩৭ বয়সী শিরিনা। টগরবন্দ টিলার পাড় হবি সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
বুধবার (৯ মার্চ) মেয়ের ভাই মনিরুল জানায়,আমার বোন শিরিনার মাথায় বিভিন্ন সমস্যা থাকায়, এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে। আমরা তাকে অনেক বার ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে কিন্তু তাতে কোনো লাভ হয় নাই। যখন মাথার সমস্যা দেখাদিত তখনই আত্মহত্যার চেষ্টা করতো। কিন্তু ৯ মার্চ সন্ধ্যা ৬টার সময় ভাড়াটিয়া বাসার ভিতর আড়ার সাথে নিজের ব্যবহারিত ওরনা পেচিয়ে গলায় ফাঁস দেন।চাচাতো ভাই রফিক টিনের বেড়ার ভিতর দিয়ে দেখতে পান গলায় ওরনা পেচিয়ে জুলে আছে। তখনই দরজা ভেঙে দ্রুত কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।
মৃত্যুর ব্যাপারে কারোর কোন অভিযোগ না থাকায় থানায় কোন মামলা দয়ের করেন নাই। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)ওয়াহিদুজ্জামান বলেন, কোন মামলা হয় নাই, যদি কেহ মামলা করে, তদন্ত সাপেক্ষে আইন আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।