![InShot_20231218_155438552](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/12/InShot_20231218_155438552-scaled.jpg)
আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধিঃ দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে ‘ঈগল’ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন। সোমবার সকালে ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
তফসিল অনুযায়ী, রবিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আজ দেওয়া হচ্ছে প্রতীক বরাদ্দ। প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি মেনে আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন।
আরিফুর রহমান দোলন ফরিদপুর অঞ্চলের প্রয়াত কৃতী পুরুষ কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরি। প্রপিতামহের নামে ফাউন্ডেশন গড়ে গত দুই দশক ধরে তিনি আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার সামগ্রিক উন্নয়নে নিরলস ভূমিকা রেখে আসছেন।
ফরিদপুর-১ আসনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে আরিফুর রহমান দোলনের। দেশজুড়ে খ্যাত এই অনুসন্ধানী সাংবাদিক নিজের হাতে গড়া জাতীয় পর্যায়ের গণমাধ্যম ঢাকা টাইমস, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক।
তরুণ রাজনীতিক আরিফুর রহমান দোলন ব্যবসায় উদ্যোক্তা হিসেবেও সফল। তিনি একাধিক প্রতিষ্ঠান গড়ে হাজারো মানুষের জীবিকার সংস্থানও করেছেন। পারিবারিক ঐতিহ্য ধরে সমাজ ও জনসেবা করে দোলন আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর লাখো মানুষের কাছে প্রশংসিত।