ফরিদপুর জেলা প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর মহানগর এর কর্মী সম্মেলন ২০২১ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শহরের ২ নং হাবেলী গোপালপুরের রেল কলোনী প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, যুগ্ন সম্পাদক মাসুদ আহমেদ মিলন, সহ-সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ ও মো. সরোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন দিপু ও আরিফুজ্জামান মোল্যা। ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কেএম জাফর, সহ-সভাপতি মো. আরমান হোসেন, ওমর ফারুক, জব্বার জমাদ্দার ও মহিদুল ইসলাম কাকন, যুগ্ন সম্পাদক শামীম তালুকদার, আতিকুজ্জামান মিঠু ও শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গণে স্বাধীনতার ঘোষণা দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। এরপর সেক্টর কমান্ডার হিসেবে তিনি সাহসিকতার সাথে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। এই মহান বীর মুক্তিযোদ্ধার ‘বীর উত্তম’ রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেয়া মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অংশ বলে অভিহিত করেন উপস্থিত নেতৃবৃন্দরা। এদিকে ফরিদপুর জেলা যুবদলের কমিটিকে আরো বেশি শক্তিশালী করার জন্য বর্তমান কমিটির পরিবর্তন এনে নতুন কমিটি ঘোষনার জোর দাবি করেন জেলার তৃণমুল পর্যায়ের নেতা কর্মিরা। সঠিক নেতৃত্বের অভাবে এ কমিটি দিন দিন দুর্বল হয়ে পরছে। ফরিদপুর জেলা যুবদলের এই বিতর্কিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক এতবড় গুরুত্ব পদের অযোগ্য বলে তৃণমুল পর্যায়ের নেতা কর্মিরা দাবি করেন। কেন্দ্রীয় কমিটি কর্তৃক এই কমিটি ঘোষনা হওয়ার পর ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ফরিদপুর জেলা যুবদলের তৃণমুল পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলা বিএনপির নেতৃবৃন্দরা। তাদের দাবি একটি সংগঠনের যদি সঠিক নেতৃত্বদানকারী নেতাই না থাকে, তাহলে কিভাবে সংগঠনের ভীত শক্তিশালীকরাসহ সফলতা অর্জন করা সম্ভব? তাই সঠিক নেতৃত্ব দিয়ে সংগঠনের ভাবমুর্তি ফিরিয়ে আনার জন্য অতিসত্বর এই কমিটির পরিবর্তন এনে নতুন কমিটি ঘোষনা দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি জোর দাবি জানান ফরিদপুর জেলা যুবদলের তৃণমুল পর্যায়ের নেতা কর্মীরা