প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে উত্তাল ফিলিস্তিন। সোমবার দখলকৃত পশ্চিমতীরে রাজপথে নামেন হাজারো আইনজীবী। এদিন পার্লামেন্ট ছাড়া সরকার পরিচালনা করায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কঠোর সমালোচনা করেন তারা। খবর আলজাজিরার।
ডিক্রির মাধ্যমে শাসনব্যবস্থা বন্ধের দাবি করে তারা বলেন, এর মাধ্যমে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। ধ্বংস হচ্ছে দেশের বিচার ব্যবস্থা। এরপর আইনজীবীরা দাবি সংক্রান্ত স্মারকপত্র জমা দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হলে পুলিশি বাধার মুখে পড়েন।
রামাল্লা শহরে বিক্ষোভে অংশ নিয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি সুহেল আশুর বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তার সংস্থা ফিলিস্তিনিদের ‘অধিকার ও স্বাধীনতা’ রোধকারী রাষ্ট্রপতির ডিক্রি দ্বারা প্রদত্ত আইনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে নিষ্ক্রিয় ফিলিস্তিনের পার্লামেন্ট। সম্প্রতি বার কাউন্সিলের নতুন নেতৃত্বের বিষয়টি সুরাহায় কর্তৃপক্ষকে চাপ দিচ্ছে।