কাবুলে তালেবান যোদ্ধারা ঢুকে পড়ার পর দলটির জন্য পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তবে দলটির সদস্যরা সেখানে প্রবেশ করলেও এখনও পর্যন্ত কোনও সরকারি স্থাপনা দখলের খবর পাওয়া যায়নি। বরং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। জানা গেছে, এরইমধ্যে প্রেসিডেন্টের বাসভবনের উদ্দেশে যাত্রা করেছেন তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বারাদার।
প্রেসিডেন্ট প্যালেসে তালেবান প্রধানের উপস্থিতিতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হতে পারে বলে প্রতীয়মান হচ্ছে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও কাতারের কূটনীতিকরাও সেখানে উপস্থিত থাকবেন।
এদিকে তালেবানের অগ্রযাত্রার মুখে প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাগের খবর ছড়িয়ে পড়েছে। যদিও বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কাবুলে হামলা চালানো হবে না, এমন শর্তে তালেবানের সঙ্গে সমঝোতা হয়েছে তাদের। সরকারি বাহিনীকে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।