কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে রোববার বিকালে নীলা বেগম (১৫) নামক এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।
নীলা বেগম ইসলামাবাদ গ্রামের জালাল মিয়ার মেয়ে। সে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
ওই ছাত্রীর পরিবারের লোকজন জানান, ইসলামাবাদ গ্রামের জালাল মিয়ার স্কুলপড়ুয়া মেয়ে নীলা বেগমের সঙ্গে একই গ্রামের মতছির আলীর পুত্র ২ সন্তানেরজনক আলম মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিক আলম মিয়া রোববার বিকাল ৪টায় আসেন নীলা বেগমের বাড়িতে। এ সময় তাদের মধ্যে বিয়ে ব্যাপারে কথা হয়। প্রেমিক আলম মিয়া নীলা বেগমের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কিছুক্ষণ পরে আলম মিয়া বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নীলা বেগম বমি শুরু করেন।
পরিবারের লোকজন দ্রুত কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৬টায় খবর পেয়ে কুলাউড়া থানার এসআই আবুল বাশার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এসআই আবুল বাশার জানান, প্রেমঘটিত কারণেই নীলার মৃত্যু হয়েছে।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, আপাতত অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে বাবার অভিযোগ গ্রহণ করে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।