রাজবাড়ীতে এক প্রবাসীর স্ত্রীর অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন এবং পুলিশ সুপারের নিকট গণঅভিযোগ প্রদান করা হয়েছে।
বুধবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে হাটজয়পুর গ্রামবাসী। এতে ২ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে অভিযুক্ত প্রবাসীর স্ত্রীর আপন দেবর আসলাম খান, মামা শ্বশুর সালাম মোল্লা, ভাগ্নি বানিছা, খালাত দেবর সাঈদ শেখ, প্রতিবেশী হালিম বেপারী প্রমুখ বক্তব্য রাখেন।
তারা বলেন, হাটজয়পুর গ্রামের ওই সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী (৩৫) নিজের স্কুলপড়ুয়া মেয়ে (১৫) ও বোনের তালাকপ্রাপ্ত মেয়ে (২৫) কে নিয়ে নিজ বাড়িতে দেহব্যবসা পরিচালনা করে আসছে। এলাকার কেউ প্রতিবাদ করলে নানাভাবে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে ভয়-ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানি করে।
স্বামী, শ্বশুর-শাশুড়ি, দেবর, প্রতিবেশী কেউই তার হাত থেকে রেহাই পাননি। নিজের স্কুলপড়ুয়া মেয়েকে খারাপ কাজে লিপ্ত করানোসহ স্কুলপড়ুয়া ছেলেকেও বিপথে ঠেলে দিয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার এলাকাবাসীর পক্ষ থেকে প্রায় ১০০ জনের স্বাক্ষরিত একটি গণঅভিযোগ পুলিশ সুপারের নিকট প্রদান করা হয়েছে।
অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক ও রাজবাড়ী থানার ওসিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে (উপজেলা চেয়ারম্যান, ইউএনও, বসন্তপুর ইউপির চেয়ারম্যান, রাজবাড়ী প্রেস ক্লাব ইত্যাদি) প্রদান করা হয়েছে। তার বিরুদ্ধে (প্রবাসীর স্ত্রী) জরুরিভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে সে আরও বেপরোয়া হয়ে এলাকার পরিবেশ নষ্ট করবে।