বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের আয়োজনে ‘দুয়ারে কনস্যুলেট’ ব্যানারে এ বছর আমিরাতের ৬ টি প্রদেশে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের কর্মসূচি পালিত হয়৷
প্রথমে ১২ এপ্রিল আজমান ও উম্ম আল কুইয়ান প্রবাসী বাংলাদেশিদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে আয়োজন করে কনস্যুলেট। পর্যায়ক্রমে শারজাহ, রাস আল খাইমহ, ফুজিরাহ এবং সর্বশেষ ২৯ এপ্রিল দুবাইয়ে প্রবাসীদের সম্মানে ইফতারের আয়োজন করে দুবাই কনস্যুলেট।
কনসাল জেনারেল বিএম জামাল হোসেন ‘দুয়ারে কনস্যুলেট’ নামের কর্মসূচি সম্পর্কে জানান, বাংলাদেশ কনস্যুলেট প্রবাসীদের সেবা দিতে সব সময় মুখিয়ে আছে৷ আমরা বন্ধের দিনেও বিশেষ ব্যবস্থায় কনস্যুলেটে জরুরি সেবার ব্যবস্থা করেছি৷ প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখছেন৷ আমাদেরকে বাংলাদেশ সরকার নির্দেশ দিয়েছে প্রবাসীদের যথাযথ সেবা পৌঁছে দেওয়ার৷ সে লক্ষ্যে দুয়ারে কনস্যুলেট সেবা নামের নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রবাসীরা যেন কনস্যুলেটের সেবা সঠিকভাবে পান সেদিকে আমরা সজাগ রয়েছে। বিশেষ করে সেবা সহজ ও অল্প সময়ে পান সেই উদ্যোগ গ্রহণ করক হয়েছে। দুয়ারে কনস্যুলেটের মাধ্যমে বেশ কিছু সবা নিজ কর্মস্থলে বা বাসায় বসে পাবেন প্রবাসীরা।
কনস্যুলেটের আয়োজনে প্রতিটি দোয়া ও ইফতার মাহফিলে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিসহ আমিরাতের কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রবাসী সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।