প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত সংগঠন প্রবাসী অধিকার ঐক্য পরিষদের দুই বছর পূর্তি উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে সদস্যদের মিলন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়৷
সংগঠনের সভাপতি জসিম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপদেষ্টা কালাম মাহমুদ।
জুনায়েদ আলম আলফু ও ইয়াকুব বাদশার যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ওমর ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাইদুল ইসলাম সাহেদ, ইয়াসিন আলী, নাছির উদ্দীন মিলন, নুরুন্নবী খোকন, মোঃ শাহ আলম, নুরুল ইসলাম, হাসিবুল ইসলাম, নুরুন্নবী, শহিদুল ইসলাম, জাহেদুল আলম,ইসমাইল রিদয়, ইউনুস ও বিল্লাহ মাহমুদ৷
আজমানে আয়োজিত মিলন মেলা ও আলোচনা সভায় বক্তারা সংযুক্ত আরব আমিরাতসহ সকল প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান ও মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, বিপদগ্রস্ত, দুর্ঘটনাকবলিত ও বঞ্চিত প্রবাসীদের চিকিৎসা-সেবা নিশ্চিত করতে হবে৷ অসুস্থ বিদেশফেরত প্রবাসীদের ফ্রিতে বিমানবন্দরে সুযোগ-সুবিধাসহ সরকারি চিকিৎসা প্রদান করতে হবে। এছাড়া বিমানবন্দরে হয়রানি, রাষ্ট্রীয় খরচে মৃত প্রবাসীর লাশ প্রেরণসহ দেশে প্রবাসীর পরিবারের নিরাপত্তা দেওয়ারও দাবি জানানো হয়৷
অনুষ্ঠান থেকে সম্প্রতি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই প্রবাসীর স্বর্ণ খোয়া যাওয়ায় নিন্দার পাশাপাশি সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানো হয়৷