প্রবাসীদের জন্য প্রভিডেন্ট ফান্ড (ভবিষ্য তহবিল) গঠনের প্রাথমিক পরিকল্পনা করছে সরকার।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রাথমিকভাবে এ সংক্রান্ত একটি ধারণাপত্র তৈরি করেছে। এর নাম- ‘কন্ট্র্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ফর মাইগ্রেট ওয়ার্কার্স’। ধারণাপত্রটি তৈরি করেছেন মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন। ইতোমধ্যে সেটি যাচাই-বাছাইয়ের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রাথমিক খসড়া পরিকল্পনা অনুযায়ী, কোনো প্রবাসী কর্মী যদি তার পাঠানো টাকার ১০ শতাংশ এই সঞ্চয় স্কিমে রাখেন, তাহলে চলমান ২ শতাংশ প্রণোদনার সঙ্গে আরও ৩ শতাংশ যোগ করে সরকার মোট ৫ শতাংশ টাকা যুক্ত করে দেবেন। তবে এই সঞ্চয় স্কিমে থাকতে কাউকে বাধ্য করা হবে না।
ধারণাপত্রে আরও বলা হয়েছে, দেশে পাঠানো টাকার ৫ থেকে ২০ শতাংশ এই স্কিমে জমা রাখা যাবে। নির্দিষ্ট সময় পরপর সেই মূল টাকায় যুক্ত হবে সরকারের প্রণোদনা। স্কিমের মেয়াদ থাকবে ৩ থেকে ৫ বছর। তবে এই সময়ের আগেও চাইলে প্রবাসীরা টাকা উত্তোলন করতে পারবেন। সেক্ষেত্রে জমা হওয়া মূল অর্থের লভ্যাংশ বা সুদের টাকা কম পাওয়া যাবে।