“জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে ছিলেন তার কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই দেশ তৈরি করতে লড়ে যাচ্ছে। প্রবাসের মাটিতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হতে বেশি দেরি হবে না”
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি ফুজিরা পূর্বাঞ্চল ইউএইর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুবাই কনস্যুলেটের ডেপুটি কনসাল মোহাম্মদ সাহেদুল ইসলাম।
গত ৮ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন খোরফাক্কান ওসাইনিক হোটেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক বাবু তপন সরকারের সভাপতিত্বে কাজী গুলশান আরা, মোহাম্মদ মোর্শেদ এবং শহীদুল্লাহ চৌধুরী সোহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের ডেপুটি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল হামুদি, দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আইয়ুব আলী বাবুল, সাধারণ সম্পাদক বখতিয়ারুল ইসলাম চৌধুরী, অনুষ্ঠানের উদ্বোধক দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী।
উপস্থিত ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আনছারুল হক আনছার, ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাওসার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপদেষ্টা ইব্রাহিম ওসমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রাস আল খাইমার সভাপতি ও নবনির্বাচিত বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি জসিম মল্লিক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর চৌধুরী, শারজাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুদ্দিনসহ অনেকে।