প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের প্রতিবাদ জানিয়ে যুক্তরাজ্য বিএনপি, জিয়া পরিষদ, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য আগমনের আগ থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মার্বেল আর্চ স্টেশন থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেল (ক্লারিজ) ঘেরাও করে রাখেন।
এ সময় তারা প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অবশ্য যুক্তরাজ্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এম মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুক্তরাজ্য জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান পল্টু, আহসানুল আম্বিয়া শোভন, মো. মাকসুদুর রহমান মমিন ও ড. ফেরদৌসী বেগম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন তানভির উর রশিদ, মোহাম্মদ ইমরান আহমেদ, আজিজুল রহমান, মোছা ইমা বেগম, মিলাদুর রহমান লিটন, মাসুম মোল্লাহ্, আফতাব উদ্দিন আলভী, ফাহমিদ আহমদ, আবু ছালেহ, সালেহ হোসাইন, মহিউদ্দিন আহমেদ, মুকিবুর রহমান নিলয়, মো. জুনাইদ, হৃদয় ঘোষ, মো. জালাল উদ্দিন, শাহাব উদ্দিন, আবু হানিফ, নাইমুল ইসলাম রিফাত, মিজানুর রহমান মাছুম, ইরফানুল আলম নিশান, রাফসান জামিল, আবদুল কাদির জিলানী, আলী হোসাইন, মো. মাহফুজুর রহমান, মো. রায়হান ভূইয়া অন্তর প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে এম মাহিদুর রহমান বলেন, শেখ হাসিনার এই ত্রিদেশীয় সফরের ফলাফল শূন্য।
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক অবিলম্বে প্রধানমন্ত্রীকে পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান।
জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান পল্টু অবিলম্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান।