মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুল ও মিষ্টি উপহার পাঠিয়েছেন ভারতের পশ্চিম বঙ্গের মূখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি।
সোমবার (২৮শে সেপ্টেম্বর) সন্ধায় ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনের মাধ্যমে বেনাপোল স্থল বন্দর দিয়ে এ উপহার সামগ্রী প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছেন।
ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনের ডেপুটি কমিশনার বিএম জামাল হোসেন (পলিটিক্যাল) বলেন, আমাদের মাধ্যমে ভারতের পশ্চিম বঙ্গের মূখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন। আমরা সে উপহার গুলো সন্ধায় বেনাপোল বন্দর দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্দেশ্য পাঠানো হয়েছে। এবং রাত সাড়ে ৮ টা নাগাদ উপহার গুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌছাবে বলে তিনি জানান।