পুলিশের উপর হামলা হলে পুলিশ তো দাড়িয়ে ললিপপ খাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১০ ডিসেম্বর) সাভারে এক প্রতিবাদ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি পুলিশের ওপর বিএনপি হামলা চালাবে আর পুলিশ নিজেদেরকে রক্ষা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে তাতো হয় না।
বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সাতজন পদত্যাগ করলে সংসদ অচল হবে এটা ভাবার কোনো কারণ নেই। তবে এই সিদ্ধান্তের কারণে বিএনপিকে ভুগতে হবে।
বিএনপির সমাবেশ সম্পর্কে তিনি বলেন, কোন শিল্পপতি কোন ব্যবসায়ী টাকা দিয়ে বিএনপিকে পিকনিক করাচ্ছে তার সব হিসেবই নেয়া হবে।ক
তিনি আরও বলেন, ১০ তারিখ পার হয়ে গেলেও বিএনপির সিংহাসনে বসার স্বপ্ন পূরণ হলো না। খালেদা জিয়া যেখানে ছিল সেখানেই আছেন। তারেক জিয়াও আর দেশে আসলো না।
নয়াপল্টনে সমাবেশ না করতে পারার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আজ নয়াপল্টনে সমাবেশ করতে পারলো না। এখানেই তাদের অর্ধেক পরাজয় হয়ে গেছে।