আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার পুলিশ সুপার আলিমুজ্জান এর পক্ষ থেকে আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা পৌরসভায় অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান। বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) আলফাডাঙ্গা থানার গোল ঘরে পৌর সভার ৯টি ওয়াডের শীতার্ত মানুষের মাঝে তিন শতাধিক শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে আলফাডাঙ্গা পৌরসভার নয়টি ওয়াডের অসহায় ও শীতার্ত মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন (ওসি) ওয়াহিদুজ্জামান।
এ সময় তার সাথে ছিলেন, আলফাডাঙ্গা থানার ওসি তদন্ত মো. ফয়সাল আহম্মেদ,এস আই মিজান, এস আই উত্তম কুমারসহ আরও কয়েক জন উপস্থিত ছিলেন।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, ‘সমাজের অসহায় ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে জেলা পুলিশের পক্ষ থেকে তিন শতাধিক মানুষকে কম্বল দেয়া হয়েছে। পরবর্তীতে আরও শীতবস্ত্র দেয়া হবে।’
এসব অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বানও জানান তিনি।