ভাদেশ্বর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে তহবিল গঠনে প্রবাসী ফোরামের উদ্যোগে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ই জুলাই) ভার্চ্যুয়াল সভায় ব্রিটেন প্রবাসী বদরুজ্জামানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান ও ভাদেশ্বরের মুরব্বি মাওলানা হাবিবুর রহমান।
ব্রিটেন প্রবাসী মুহাম্মদ আব্দুল আলীর পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল আজিজ জামাল, ফয়েজ আহমদ, হাবিবুর রহমান, সিদ্দিকুর রহমান, জসিম উদ্দিন, আলী হোসেন, আমিনুল ইসলাম মাহমুদ, লুৎফর রহমান, মিছবাহ উদ্দীন, দেলোয়ার হোসাইন, ইলিয়াস আহমেদ, সেলিম আহমেদ, সাব্বির আহমেদ, আব্দুল ওয়াহিদ, এমদাদুল ইসলাম, নাজমুল ইসলাম সাব্বির, শাহ আলম, মুজাহিদ ইসলাম, মিজানুর রহমান তাহের, আলী আহমেদ, জাবেল আহমেদ, সাইফুর, তাহের প্রমূখ।
সভায় ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ভাদেশ্বর ইউনিয়নের প্রবাসীরা বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নবাসীর পুনর্বাসন তহবিল গঠনের ব্যাপারে একাত্মতা প্রকাশ করেন৷ তাৎক্ষণিক একটি তহবিল গঠন করে জরুরি ভিত্তিতে ব্যবস্থার কথাও জানান৷