দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারের ২২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দুর্নীতির দায়ে তাকে ১০ বছর এবং অর্থ পাচার দায়ে তাকে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ৪২৫ কোটি ৭৬ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং পাচারের প্রথম মামলায় রায় দিলেন আদালত।
Drop your comments: