![999](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/11/999-6.jpg)
পাল্টে যাচ্ছে সিলেট এম এ জি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের চেহারা। রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধি, নতুন বোর্ডিং ব্রীজ, পার্কিংসহ যুক্ত হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা। নিরাপত্তা ব্যবস্থায়ও আসছে আধুনিক প্রযুক্তি। বিস্ফোরক দ্রব্য নিয়ে ঢুকলেই ধরা পড়বে স্বয়ংক্রিয়ভাবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, কাজগুলো শেষ হলে বিশ্বমানের বিমান বন্দরের রূপ নেবে ওসমানি বিমানবন্দর।
আন্তর্জাতিক বিমানবন্দর হলেও ছিলো না আধুনিকতার ছোঁয়া। এবার রূপ বদলাচ্ছে সিলেট এম এ জি ওসমানি বিমানবন্দরের। ৩ বছরের মধ্যেই বদলাবে চেহারা। গত পহেলা অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন টার্মিনালের উদ্বোধন করেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, বিমানবন্দরটিতে সুযোগ-সুবিধা বাড়লে অন্য এয়ারলাইন্সগুলোও ফ্লাইট পরিচালনায় আগ্রহী হবে।