প্রশাসনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উপনির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টায় সাহাপুরের নিজ বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
তিনি অভিযোগ করে বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার পাবনায় সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও এই সরকারের আমলে কখনোই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তাই আমি নিজে প্রার্থী হয়েও ভোট দান থেকে বিরত রয়েছি এবং নেতাকর্মীরাও কেন্দ্রে ভোট দিতে যাননি।’
Drop your comments: