নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অস্বচ্ছতার অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর পতদ্যাগ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি উপাচার্যের বাসভবনসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘দুর্নীতিবাজ ভিসির আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ভিসির গদিতে আগুন লাগাও একসাথে’, ‘দুর্নীতি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’ ইত্যাদি স্লোগান দেন।
Drop your comments: