পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের পর ঢাকা সফর বাতিল করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান। পাক পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর বাতিলের পরপরই এমন সিদ্ধান্ত ইরানি পররাষ্ট্রমন্ত্রীর।
আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা আসার কথা ছিল পাকিস্তান-ইরানসহ আট মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীদের। তবে মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় হিনা রাব্বানির না আসার বিষয়টি নিশ্চিত করেছে।
ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই সম্মেলনে ইসলামাবাদ ঢাকায় তাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারকে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেও শেষ মুহূর্তে বাতিল করেছে। যদিও কী কারণে তার সফর বাতিল করা হয়েছে তা নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশের সাথে পতাকা বিতর্কের জেরেই হয়তো হিনা রাব্বানি খার সফর বাতিল করা হয়েছে।