আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রী প্রশান্ত বিশ্বাস গত বুধবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামে কাজ শেষে মজুরির টাকা চাইতে গেলে গৃহকর্তা ওদুদ খানের চার ছেলে- শাহাবুল খান (২৫), মাহাবুল খান (২২), তাতিম খান (১৯) ও হামিম খান (১৬) মিলে বাড়ির মধ্যে থাকা খুঁটির সঙ্গে বেঁধে তাকে পিটিয়ে আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ কারীর নিকট জানা যায়,একটি চোঁখে মারাত্মক আঘাত লেগেছে। ওই চোখে তিনি ভাল করে দেখতে পারছে না। এ ঘটনার পর বাদী প্রশান্ত বিশ্বাস চারজনকে অভিযুক্ত করে ৩ জুলাই শুক্রবার রাতে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ঘটনার পর অভিযুক্তদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি।বাড়ির লোকজন বলেন,এটা একটা সাজানো নাটক,তাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।