১২৪ যাত্রী নিয়ে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করা বিমানের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম মারা গেছেন। ভারতের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নওশাদের পরিবার এই তথ্য জানিয়েছে।
এর আগে গত শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী ফ্লাইট বিজি-২২ নিয়ে ওমানের মাস্কাট থেকে ঢাকায় ফিরছিলেন ক্যাপ্টেন নওশীদ। পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বিষয়টি আঁচ করতে পারেন বিমানের সেকেন্ড পাইলট। পড়ে দ্রুতগতিতে বিমানটি ভারতের নাগপুরে ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।
পরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে আট সদস্যের বিশেষ টিম নাগপুর যায়। রাত ১০টা ৫৫ মিনিটে ওই ফ্লাইটটি যাত্রীদের নিয়ে ঢাকার পথে রওনা হয়।
Drop your comments: