পর্তুগালে এক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আবু কায়েস (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়।
জানা গেছে, পর্তুগালের রাজধানী লিসবনে একটি রাস্তার পাশ ধরে হাটছিলেন আবু কায়েস। ওই সময় একটি পিকআপ পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত পুলিশ, ফায়ার সার্ভিস ছাড়াও একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক তাক মৃত ঘোষণা করেন।
আরও জানা যায়, গত ১০ নভেম্বর কৃষি ভিসায় পর্তুগালে পাড়ি জমান মোহাম্মদ আবু কায়েস। দেশটিতে আসার এক মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছে তাকে। বাংলাদেশে স্ত্রী ছাড়াও কায়েসের ৩ কন্যা সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে লিসবন, পোর্তো পুরো পর্তুগাল বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।