![InShot_20220614_150952245](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/06/InShot_20220614_150952245-scaled.jpg)
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বর্তমানে সুস্থ আছেন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
করোনায় আক্রান্ত হওয়ায় তিনি আর একনেক বৈঠকে অংশ নেননি। পরে একনেক-পরবর্তী সংবাদ সম্মেলনে নেতৃত্ব দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
উল্লেখ্য, এর আগেও একবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছিলেন পরিকল্পনামন্ত্রী।
Drop your comments: