পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে নতুন ট্রেন সার্ভিস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি এই রেল সার্ভিস উদ্বোধন করেন।
মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশন থেকে প্রথম ব্যক্তি হিসেবে টিকিট কেটে ট্রেনে চড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলের সাথে সাথে এগিয়ে যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নসোপান। পদ্মাসেতু হয়ে প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেন চলে যায় ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত।
এর আগে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে মাওয়া রেলস্টেশনের পাশে সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করে বলেন, ৭৫ এর পর দীর্ঘ ২৯ বছর আওয়ামী লীগ ছাড়া কোনো সরকারই জনগণের কল্যাণে কাজ করেনি। পদ্মা সেতু নিয়ে দেশি-বিদেশি চক্রান্তের কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।