পদ্মা, মেঘনা, যমুনার ঢেউ দেখে দেশের মানুষ ভয় পায় না। করোনার দ্বিতীয় ঢেউ আসুক আর যে ঢেউই আসুক ভয় নেই; প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা মোকাবেলার জন্য বাংলাদেশ প্রস্তুত। এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হয়ে যে চিকিৎসা পেয়েছেন এদেশের মানুষকেও সেই চিকিৎসা দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘স্বাস্থ্য ব্যবস্থা জোরদারকরণে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০১৯’ প্রদান অনুষ্ঠানে তিন এসব মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিশ্বের কোথাও ভ্যাকসিন তৈরির কাজ শেষ হয়নি। বিভিন্ন ফেজে কাজ চলছে। যেসব প্রতিষ্ঠান ভ্যাকসিন তৈরিতে কাজ করছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কেউ সফল হলে সেখান থেকে কার্যকরী ও সহজলভ্য ভ্যাকসিন সংগ্রহ করা হবে। ভ্যাকসিন কিনতে অর্থের কোন সমস্যা হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।