নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের পথসভায় বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙচুর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন সমর্থকরা।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে এক পথসভায় এ ঘটনা ঘটে। আহসান আদেলুর রহমান আদেল বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান।
নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, কোনো প্রার্থী কোমল পানীয় ও খাদ্য পরিবেশন করতে পারবেন না। কিন্তু তিনি আচরণবিধি লঙ্ঘন করে বিরিয়ানি পরিবেশন করেন।
এ সময় দেখা যায়, কিছু সমর্থক বিরিয়ানির প্যাকেট না পেয়ে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে চেয়ার ভাঙচুর করেন। পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন নেতারা। অনেকে বিরিয়ানি না পেয়ে ফিরে যায়।
কবির উদ্দিন নামে এক সমর্থক বলেন, আমাদের ডেকে এনেছে, আমি বিকেল থেকে অপেক্ষা করেছি। সামনে বসেও বিরিয়ানি পাইনি। আর আমাদের ডাকলে কখনো আসব না।
এ বিষয়ে সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।