লাবিব হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সপ্তম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে বায়জিদ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করলে শনিবার সকালে পৌর শহরের খাদ্য গুদাম এলাকা থেকে বখাটেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ওই শিক্ষার্থী তার চাচার বাসা থেকে পায়ে হেটে নিজ বাড়ি যাচ্ছিলেন। এসময় বায়জিদ ওই শিক্ষার্থীর পিছু নিয়ে তাকে অশ্লীল কথা বলতে থাকে। শিক্ষার্থী কোন উপায় না পেয়ে ভয়ে একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে ওই বাড়িতে ঢুকে শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে জোরপূর্বক হাত দেয়। এসময় শিক্ষার্থীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বায়জিদ পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ‘ওই শিক্ষার্থীর পিতার অভিযোগের ভিত্তিতে বায়জিদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।