এম আই সুমন, ইবি প্রতিনিধি: ইবিতে প্রতিষ্ঠিত ক্যান্সার সচেতনমূলক সংগঠন ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) কুষ্টিয়া জোনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিভিন্ন কর্মসূচি পালন করে সামাজিক ও অরাজনৈতিক সংগঠনটির কর্মীরা।
জানা যায়, ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি রিয়াদুস সালেহীনের নেতৃত্বে Be Aware, Make Awareness স্লোগানকে সামনে রেখে দিনটি উদযাপন করে তারা। এসময় কুষ্টিয়া এন.এস রোডে পথচারী ও দিনমজুর মানুষের মাঝে ১০০০ মাস্ক বিনামূল্য বিতরন এবং ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।
মাস্ক বিতরন শেষে কুষ্টিয়া সার্কিট হাউজের সামনে “উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র” নামক বৃদ্ধাশ্রমে স্তন ও জরায়ু ক্যান্সার সচেতনতা ক্যাম্পেইন ও দুপুরের খাবারের আয়োজন করে তারা।
বৃদ্ধাশ্রমে শাহিনা সুলতানা সিনজুর সঞ্চালনায় স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়।
ক্যাম্পেইনে স্তন ক্যান্সার নিয়ে আলোচনা করেন কুষ্টিয়া জোনের সাধারণ সম্পাদক তাজমিন সুলতানা মিমি, জরায়ু ক্যান্সার নিয়ে কথা বলেছেন অফিস সহকারী জেরিন তাসনিম ভাবনা।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, ক্যাপের কো- ফাউন্ডার মুসা করিম রিপন, ক্যাপের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মাহাদী, কুষ্টিয়া জোনের সাবেক সভাপতি সালমান শাহাদাতসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি রিয়াদুস সালেহীন বলেন, ‘সচেতনতা ছড়িয়ে যাক পৃথিবীর সবখানে। করোনা কেটে গিয়ে সুস্থ হয়ে উঠুক সবাই। ক্যাপের পথচলায় সকলের সহযোগিতা কামনা করছি।’
উল্লেখ্য, ‘যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়’ স্লোগানে ২০১৫ সালের ১৪ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে যাত্রা শুরু করে ক্যাপ। ধীরে ধীরে কার্যক্রম ছড়িয়ে পড়ছে সারা দেশে। মূলত নারীদের স্তন ও জরায়ুমুখ ক্যান্সারে সচেতন করতেই এই সংগঠনের যাত্রা।