![InShot_20220716_155358527](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/07/InShot_20220716_155358527-scaled.jpg)
নড়াইলের দিঘলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকান ও মন্দির ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
যে তরুণের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে ধর্ম অবমাননার পোস্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, তার বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ। লোহাগড়া প্রশাসন জানিয়েছে, ফেইসবুক আইডিটি পরীক্ষা-নিরীক্ষা করে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
জানা গেছে: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ার এক তরুণের নামে একদিন আগে খোলা একটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে ধর্ম অবমাননার পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কুমড়ী গ্রামে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার ওই কলেজ ছাত্রের খোঁজে তার বাবার মুদি দোকানে যায় স্থানীয়রা। না পেয়ে তারা দোকান ভাঙচুর করে।
বিকেল থেকে দিঘলিয়ার সাহাপাড়া ঘিরে রাখে উত্তেজিত জনতা। সন্ধ্যায় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় তারা। এলাকার একটি মন্দিরও ভাঙচুর হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। অভিযুক্ত তরুণের বাবাকে হেফাজতে নেয় পুলিশ।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আজগর জানান: জানিয়েছেন, অভিযুক্ত তরুণ বলেছে, পোস্টটি তার নয়। ফেইসবুক অ্যাকাউন্টটিও আগেরদিন খোলা হয়েছে। এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে আইনী পদক্ষেপ নেবে প্রশাসন।এলাকায় মোতায়েন রয়েছে দু’শর বেশি পুলিশ সদস্য।